শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কুমিল্লার আওয়ামী লীগ নেতা ইলিয়াসসহ নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার দাবি

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় ইউনিয়ন নির্বাচনকে প্রভাবিত করতে একটি হত্যাকান্ডকে ব্যবহার করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ইলিয়াস মিয়া ও তার ভাইসহ স্থানীয় অন্যান্য নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ২৬ মার্চ একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। জাতীয় ও স্থানীয় প্রতিটি পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনের বেলায়। মাদক ও চোরাচালানিদের নিজেদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাদিম। তার বিরুদ্ধে হত্যা, গুম, চোরাচালানি, মাদক ব্যবসা, এরপর সন্ত্রাস, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ওই ঘটনাটিকে মহল বিশেষ তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ নেতারাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নাম এর সঙ্গে জড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে। থানায় যে মামলা দায়ের করা হয়েছে তাতে আসামি হিসেবে উল্লেখ করা ব্যক্তিদের নাম দেখে, স্থানীয় গণ-মানুষ তথা রাজনৈতিক ও সচেতন মহল বিস্মিত হয়েছে। মামলায় বলা হয়েছে, ইলিয়াস মিয়ার উপস্থিতি ও নেতৃত্বে হামলা চালিয়ে ওই হত্যাকান্ড ঘটানো হয়েছে। অথচ হত্যাকান্ডের দিন ২৬ মার্চ সকাল থেকেই হাজী ইলিয়াস শহরেই অবস্থান করেছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিভিন্ন পত্রিকায় সে সংক্রান্ত সচিত্র সংবাদও প্রকাশিত হয়েছে। সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, যারা নিরপরাধ তাদের হয়রানি করা হবে না। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর