শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

রাজশাহীর বরাদ্দ পিসিআর মেশিন যাচ্ছে খুলনায়

জনবল সংকট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনা পরীক্ষার জন্য তিনটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন বরাদ্দ হয়েছে। তবে জনবল সংকটের কারণে রাজশাহী তা নিতে পারছে না। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) নামে এই মেশিনটি বরাদ্দ হয়েছে। এছাড়া পাবনা মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) একটি করে পিসিআর মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য দুই জায়গায় পিসিআর মেশিনটি নিতে কাজ শুরু করলেও জনবল সংকটে পারছে না রামেক কর্তৃপক্ষ। রামেক হাসপাতালে আরেকটি পিসিআর ল্যাব থাকলেও সেখানে শুধু ভর্তি থাকা রোগী, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা করা হয়। চার শিফটে এখানে প্রতিদিন ৩৭৬টি করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রতি শিফটে ৯৪টি নমুনার পরীক্ষা করা হয়। এ অবস্থায় আরেকটি মেশিন চালানো চাপ মনে করছে রামেক কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, শুধু লোকবল সংকটে মেশিনটি নিতে পারছে না রামেক। এ অবস্থায় মেশিনটি খুলনায় চলে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, এ অবস্থায় মঙ্গলবার রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি আলোচিত হয়। সভায় মেশিনটি নেওয়ার বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর মেশিনটি দ্রুত স্থাপনে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালককে তাগিদ দেন। রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, আমরা মেশিন নিতে আগ্রহী। কিন্তু এ জন্য যে জনবল দরকার সেটি দিতে হবে।

মন্ত্রণালয়কে এভাবেই জানিয়েছি। তবে শুনছি সম্ভবত মেশিনটি খুলনায় পাঠিয়ে দেওয়া হতে পারে। খুলনায় পিসিআর মেশিন নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর