শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

সিদ্ধান্তহীনতায় ২০০ কোটি টাকার আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন খুলনায়

চার লেন প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি কমাতে ২০০ কোটি টাকার আন্ডারগ্রাইন্ড বিদ্যুৎ লাইনের প্রকল্প প্রস্তুত করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে এ বিষয়ে সমন্বয় না হওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে জিরোপয়েন্ট-গল্লামারী-ময়লাপোতা শেরেবাংলা সড়কে চার লেন প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। নাগরিক নেতারা বলছেন, আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের বিষয়ে এখনই সিদ্ধান্ত না হলে সড়ক নির্মাণের পর আবারও খোঁড়াখুঁড়ি করতে হবে। এতে ভোগান্তি আরও বাড়বে। জানা যায়, ১৫ মার্চ নগর ভবনে অনুষ্ঠিত বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ‘কেমন খুলনা চাই’ অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক চলমান সড়ক প্রশস্তকরণ কাজের সঙ্গে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার জন্য ওজোপাডিকোকে প্রস্তাব দেন। এতে সাড়া দিয়ে শেরেবাংলা ও শিপইয়ার্ড সড়কের মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার উদ্যোগ নেয় ওজোপাডিকো। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন বলেন, এতে বিভিন্ন ক্যাটাগরির বিদ্যুতের তার ৩৩ কেভি ১১ কেভি বসাতে ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। কিন্তু এ বিষয়ে সমন্বয় না থাকায় লকডাউনের মধ্যেও প্রস্তাবিত শেরেবাংলা রোডের প্রশস্তকরণের কাজ সচল রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। সওজের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, ওজোপাডিকো থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তারা চিঠি দিলে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে দুই প্রতিষ্ঠানের রশি টানাটানিতে হতাশা ব্যক্ত করেছেন নাগরিক নেতারা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান বলেন, প্রয়োজনে কিছুদিন অপেক্ষা করে হলেও সড়ক নির্মাণ কাজে সমন্বয় জরুরি। তবে আন্ডারগ্রাইন্ড বিদ্যুতের বিষয়ে দুই প্রতিষ্ঠানের সঙ্গেই কথা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।

 তিনি বলেন, ওই দুই সড়কে আন্ডারগ্রাইন্ড বিদ্যুৎ লাইন হবে। দুই প্রতিষ্ঠানকেই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর