শিরোনাম
শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

চকরিয়ায় মাছের ঘেরে হামলা গুলিবর্ষণ, ম্যানেজার অপহৃত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোন রামপুর মৌজায় ৫০০ একর আয়তনের একটি মাছের ঘেরে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ৩০-৩৫ দুর্বৃত্ত ঘেরে হানা দিয়ে ৪৫-৫০ রাউন্ড গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। ম্যানেজার ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মাছ বিক্রির নগদ ৫ লাখ টাকা, হিমাগারে রক্ষিত প্রায় ৫ লাখ টাকার মাছ ও দুটি মোটরসাইকেল লুটে নেয়। এ ছাড়া ঘের ম্যানেজার মিন্টু চৌধুরীকে অপহরণ করে নিয়ে যায়। গত রাত পৌনে ১০টা পর্যন্ত তার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার রাত ১টার দিকে রামপুর মৌজার চোয়ার ফাঁড়িস্থ উত্তর এমএলএম ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মাছের ঘেরের পরিচালক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, ‘বৃহস্পতিবার রাত ১টার দিকে অতর্কিত ৩০-৩৫ অস্ত্রধারী দুর্বৃত্ত ঘেরে হানা দেয়। ওই সময় তারা ৪৫-৫০ রাউন্ড গুলি বর্ষণ করে। এরপর ঘেরের অফিসকক্ষে ঢুকে ম্যানেজার ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে মাছ বিক্রির নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৫ লাখ টাকার মাছ ও দুটি মোটরসাইকেল নিয়ে যায়।’

ঘটনার সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ঘের ম্যানেজার মিন্টু চৌধুরীকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতের গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবাহানপাড়ায়। তিনি ওই এলাকার আবদুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের বলেন, ‘সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠালেও কাউকে পাওয়া যায়নি।’

 তিনি বলেন, ‘ঘেরটির ইজারাসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর