শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। গতকাল এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল ও মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকের শোষণ-বঞ্চনা বন্ধ করতে হবে। তারা বলেন, দেশে ক্রমাগত শ্রমিক অধিকার হরণ হচ্ছে। ‘শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার’ যে মহান আদর্শ মহানবী (সা.) প্রদর্শন করেছেন তা প্রকৃত অর্থে প্রতিপালিত হলে শ্রমিকের ন্যায্যতা নিয়ে লড়াই করতে হতো না। নেতৃদ্বয় বলেন, মহান মে দিবস সারা পৃথিবীর শ্রমিকদের ন্যায্যতার প্রতীক। ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে পালিত হয় এ দিনটি। যদিও সারা পৃথিবীতেই শ্রমিকের ন্যায্যতার প্রশ্নে কোনো ঐকমত্য সৃষ্টি হয়নি।

 উপরন্তু শ্রমিকরাই হয়েছেন প্রাতিষ্ঠানিক প্রতারণা আর অবহেলার শিকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর