সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘তথ্য জনগণের পণ্য’। মহামারী কভিড-১৯-এ গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত ও অর্থনৈতিক ঝুঁকি আরও প্রকট হয়েছে। এ সময় দেশে দেশে বহু গণমাধ্যম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি অসংখ্য সাংবাদিক চাকরিচ্যুত কিংবা পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন। সর্বশেষ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম এবং বিশ্ব মতপ্রকাশ প্রতিবেদনে ১৬১টি দেশের মধ্যে অবস্থান ১৩২তম।

দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামন বলেন, কভিড-১৯ অতিমারীকাল সাংবাদিকদের তথ্যের অভিগম্যতা এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে প্রতিকূলতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও স্পর্শকাতর প্রতিবেদন প্রকাশের সুযোগ সংকুচিত করেছে।

সর্বশেষ খবর