মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা
স্বাস্থ্যবিধি উপেক্ষিত, নজরদারি নেই প্রশাসনের

খুলনায় গাদাগাদি করে যাত্রী নিয়ে চলছে মাইক্রোবাস-মাহেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনার সংক্রমণ ঠেকাতে বাস বন্ধ থাকলেও খুলনায় গাদাগাদি করে যাত্রী বসিয়ে ব্যক্তিগত মাইক্রোবাস ও মাহেন্দ্র চলাচল করছে। আশপাশের জেলা-উপজেলা থেকে লকডাউনের মধ্যে এভাবে যাত্রী আনা-নেওয়া করা হয় এসব যানবাহনে। প্রশাসনের নজরদারি না থাকায় এখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। জানা যায়, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের কাছেই প্রতিদিন যাত্রীর অপেক্ষায় থাকে মাইক্রোবাস মাহেন্দ্র, সিএনজিচালিত অটোরিকশা। এগুলো এখন যাত্রী পরিবহনে বাসের বিকল্প হিসেবে কাজ করছে। প্রতিদিন এখান থেকে কয়েক হাজার যাত্রী বিভিন্ন রুটে যাতায়াত করছে। মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবি জানান, যে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত পরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তার কিছুই মানা হচ্ছে না। ঝুঁকি নিয়েই ছোট যানবাহন চলছে দূরপাল্লার রুটে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কাও রয়েছে। এখানে একটি মাইক্রোবাসে ১৫ জন, মাহেন্দ্র সিএনজি অটোরিকশায় পাঁচজন করে যাত্রী নেওয়া হচ্ছে। ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানছেন না কেউ। যাত্রীরা জানায়, লকডাউনেও বিভিন্ন অফিস, শিল্পপ্রতিষ্ঠান, জরুরি সেবা কার্যক্রম চালু রয়েছে। এ কারণে এসব প্রতিষ্ঠানে কর্মরতদের বাধ্য হয়েই যাতায়াত করতে হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, বাস চলাচলে সিটে একজন যাত্রী নেওয়া হতো, আর এখানে গাদাগাদি করে তিন সিটে ৪-৫ জন করে যাত্রী পরিবহন করা হচ্ছে। প্রশাসনের নজরদারি নেই। তিনি এ অবস্থায় যাত্রীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সীমিত পরিসরে বাস চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর