মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

পাসের হার ৯০.৪২

গওহরডাঙ্গা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া হিফজ ও কিরাত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ। গতকাল কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সদর দফতর টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতি রুহুল আমীন বলেন, ‘আমরা বৈষয়িক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও যথাসময়ে ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

 তিনি বলেন, ‘কওমি মাদরাসার শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছেন। তারা জাতির আশা পূরণ করতে সক্ষম হবেন। যোগ্য আলেম হিসেবে সমাজে ইসলামের সঠিক কথা তুলে ধরবেন এবং শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন বলে আমার একান্ত বিশ্বাস।’

মুফতি রুহুল আমীন ঈদের পরে যথাসময়ে মাদরাসার কার্যক্রম শুরু করার অনুমতিদানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোরালো আহ্বান জানান। ফলাফল কেউ পুনর্বিবেচনা করতে চাইলে ৩০ মে পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা যাবে। তবে যারা ৯৫-এর ওপরে নম্বর পেয়ে কৃতকার্য হয়েছেন তারা আবেদন করতে পারবেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর