বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

টেনশন এবার ঈদবাজারে স্বাস্থ্যবিধি না মানার হিড়িক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

টেনশন এবার ঈদবাজারে স্বাস্থ্যবিধি না মানার হিড়িক

চট্টগ্রাম মহানগরের অন্যতম পাইকারি ও খুচরা মার্কেট টেরিবাজার। এ বাজারেই আছে ছোট-বড় প্রায় অর্ধশত মেগা শপ। বর্তমানে মেগা শপগুলোই ক্রেতাদের চাহিদার শীর্ষে। তাই সকাল থেকে রাত ৮টা পর্যন্ত টেরিবাজারে ক্রেতার ধুম চলছে। মানুষের সমাগম বলছে, দেশে এখন করোনা নেই। গিজগিজ করছে মানুষ। কারও মুখে মাস্ক আছে তো কারও নেই। সবাই নতুন পণ্য নিয়ে ফিরছেন। অভিন্ন চিত্র নগরের আরেক ব্যস্ত জহুর হকার্স মার্কেট, রিয়াজুদ্দিন বাজার, বিপণিবিতানসহ ফুটপাথ মার্কেটগুলোর। করোনা সংক্রমণ থেমে নেই। থেমে নেই উৎসাহীদের ঈদবাজারও। সপরিবারে শিশু-কিশোর নিয়েই যাচ্ছেন ঈদবাজারে। ফলে ঈদবাজার আবার নতুন করে টেনশনে ফেলছে স্বাস্থ্য বিভাগকে। শঙ্কা দেখা দিয়েছে সংক্রমণ বৃদ্ধির। এ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও শঙ্কা প্রকাশ করেছেন। কারণ গত বছরের কোরবানির ঈদে পশুর হাটে দেদার বিকিকিনির পর সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘ব্যবসায়ীদের বিষয় বিবেচনায় নিয়ে সরকার মার্কেটগুলো চালু করেছে। তবে অবশ্যই ব্যবসায়ী-ক্রেতাসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কারণ সংক্রমণ এখন একটু কমছে। এটি ধরে রাখতে হবে। না হয় নতুন বিপদের শঙ্কা আছে।’ জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের কনসালট্যান্ট ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, ‘মার্কেট খোলা মানে করোনা সংক্রমণ কমে যাওয়া নয়। সংক্রমণ কমছে মনে করে করোনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ যুক্তরাজ্য, ব্রাজিল, ভারতসহ বিভিন্ন রাষ্ট্রে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে তা বিপজ্জনক। ফলে এ ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। তাই যথাসম্ভব ঈদ মার্কেট এড়িয়ে চলা জরুরি।’ সরেজমিন দেখা যায় নগরের অধিকাংশ অভিজাত মার্কেটে ক্রেতার ভিড়। টেরিবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন, জহুর হকার্স মার্কেট, বালি আর্কেড, কেয়ারি ইলিশিয়াম, মতি টাওয়ার, মতি কমপ্লেক্স, সেন্ট্রাল প্লাজা, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, শপিং কমপ্লেক্স, স্যানমার ওশান সিটি, ইউনেস্কো সিটি সেন্টার, আমীন সেন্টার, ভিআইপি টাওয়ার, আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে ঈদকেন্দ্রিক ব্যবসা জমজমাট। পক্ষান্তরে অধিক হারে জমে উঠেছে ফুটপাথ মার্কেট। নিউমার্কেট-সংলগ্ন ফুটপাথ, স্টেশন রোড, ২ নম্বর গেট, বহদ্দারহাট, জিইসি মোড়, আন্দরকিল্লা, আগ্রাবাদ বাদামতল মোড়, বায়েজিদ, শেরশাহ এলাকাসহ প্রায় সব ফুটপাথে এখন ব্যাপক ক্রেতাসমাগম। সিভিল সার্জন কার্যালয়সূত্রে জানা যায়, চট্টগ্রামে সোমবার এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন আর নতুন করে শনাক্ত হন ১৯৮ জন। গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হন ৫০ হাজার ৪৭৮ জন। এর মধ্যে মহানগরে ৪০ হাজার ৪৩৬ এবং উপজেলায় ১০ হাজার ৪২ জন। ইতিমধ্যে মারা গেছেন ৫৪০ জন। এর মধ্যে মহানগরে ৪০০ আর উপজেলায় ১৪০ জন। চট্টগ্রামে সরকারি-বেসরকারি ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর