শিরোনাম
বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

খুলনায় ভিড় বাড়ছে অভিজাত মার্কেটে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ভিড় বাড়ছে অভিজাত মার্কেটে

খুলনার নিউমার্কেটের দোকানগুলোতে ক্রেতার ভিড় -বাংলাদেশ প্রতিদিন

লকডাউনের মধ্যে দোকান খুললেও ক্রেতার দেখা মিলছিল না খুলনার অভিজাত মার্কেটগুলোয়। তবে দুই দিন থেকে নিউমার্কেট, শপিং কমপ্লেক্সসহ পোশাক বিক্রির শোরুমগুলোয় ভিড় বাড়ছে। বিক্রেতারা বলছেন, প্রতিবারের মতো উপচে পড়া ভিড় না হলেও ক্রেতার আগমনে জমজমাট হতে শুরু করেছে খুলনার ঈদবাজার। গতকাল সরেজমিনে নিউমার্কেট সেইফ এন সেইভ এলাকায় দেখা যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ক্রেতারা মার্কেটে আসছেন। বিশেষ করে মেয়েদের পোশাক বিক্রির দোকানে ভিড় তুলনামূলক বেশি। নিউমার্কেটে পোশাক বিক্রেতা খুলনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম তারিক জানান, প্রায় এক বছর মার্কেট বন্ধ ছিল। ঈদে নতুন পোশাকের চাহিদা থাকে বেশি। ক্রেতারা মার্কেটমুখী হচ্ছেন কিন্তু চাকরিজীবী অনেকে এখনো বেতন-বোনাস পাননি। ফলে বাজেট না থাকায় বেচাকেনাও কম। নিজের ও পরিবারের জন্য কেনাকাটা করতে আসা কলেজছাত্রী শারমীন নাহার তনু জানান, বেশির ভাগ মানুষ সংক্রমণ এড়াতে অনলাইন শপিংয়ে নির্ভর করছে। তার পরও নতুন ডিজাইনের থ্রি-পিসের দাম যাচাই-বাছাই করতে ক্রেতা মার্কেটে আসছেন। তবে দাম এবার তুলনামূলক বেশি। খুলনা নিউমার্কেট দোকান মালিক সমিতির যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম অলিভ বলেন, ‘অভিজাত ক্রেতা যারা ঈদের সময় কেনাকাটা করতে কলকাতায় যান তারা এবার সেখানে যেতে পারছেন না। আমরা আশা করেছিলাম তারা স্থানীয় মার্কেট থেকে কেনাকাটা করবেন। সেভাবে দোকানে পোশাক আমদানি করা হয়েছে কিন্তু প্রত্যাশিত ক্রেতার দেখা মিলছে না।’

তিনি বলেন, ‘১৫ রোজার পর নিউমার্কেটে উপচে পড়া ভিড় থাকে। কিন্তু এবার সে ভিড় নেই। আসলে মানুষ করোনা সংক্রমণের ভয়ে বের হচ্ছে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর