বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামের মাদক মাফিয়াদের তালিকা হচ্ছে

খসড়ায় ২ হাজারের বেশি কারবারির নাম

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বৃহত্তর চট্টগ্রামের মাদক মাফিয়াদের তালিকা তৈরি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পৃষ্ঠপোষক, অর্থলগ্নিকারী, গডফাদারসহ কয়েকটি ক্যাটাগরিতে তৈরি হচ্ছে এ তালিকা। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের মাদক চক্রের হোতাদের ২ হাজারের বেশি জনের একটি খসড়া তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় ওই তালিকা চূড়ান্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ‘মাসদুয়েক আগে মন্ত্রণালয় থেকে মাদকের পৃষ্ঠপোষক, অর্থলগ্নিকারী এবং মাদক মাফিয়াদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়। এরপর তালিকা প্রণয়ন শুরু করে অধিদফতর। এরই মধ্যে খসড়া একটি তালিকা তৈরি করা হয়েছে। যাতে বৃহত্তর চট্টগ্রামের ১১ জেলা, মেট্রো এবং বিশেষ অঞ্চলের মাদক সংশ্লিষ্ট হোতাদের স্থান দেওয়া হয়। তৈরি করা ওই খসড়া তালিকায় ২ হাজার মাদক সংশ্লিষ্ট ব্যক্তির নাম রয়েছে।’ জানা যায়, মাদকের পৃষ্ঠপোষক, অর্থলগ্নিকারী, গডফাদার ও বিক্রেতাদের আলাদা তালিকা তৈরি করা হয়েছে। ওই খসড়া তালিকায় কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকেই রয়েছে সবচেয়ে বেশি মাদক ব্যবসায়ী। যাতে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে প্রায় ৪০০ জনের মতো। পৃষ্ঠপোষকের তালিকায় আছেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনীতিবিদের ব্যক্তিগত সহকারী, তাদের ছেলে, ভাই ও নিকটাত্মীয়রা। অর্থলগ্নিকারী হিসেবে রয়েছেন বিভিন্ন শিল্প-কারখানার মালিক, গার্মেন্ট ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক ও কয়েকজন প্রবাসী ব্যবসায়ী। গডফাদার তালিকায় রয়েছেন স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ, রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তালিকা তৈরিতে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘সবশেষ তৈরি করা তালিকার সঙ্গে সমন্বয় করেই মাদকের এ তালিকা তৈরি হয়েছে। ইতিপূর্বে বন্দুকযুদ্ধে যারা নিহত হয়েছেন, যারা মারা গেছেন কিংবা মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে নতুন করে ব্যবসায় নামা, পৃষ্ঠপোষকতাকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ প্রসঙ্গত, কয়েক বছর আগে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহত্তর চট্টগ্রামের তিন শতাধিক ব্যবসায়ীর নাম স্থান পায় ওই তালিকায়।

 ওই তালিকায় এমপি, উপজেলা চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বার, রাজনীতিবিদ, পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার নাম রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর