বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা
টুকরো খবর

সূচক-লেনদেনে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল বেশিরভাগ কোম্পানির দর কমলেও বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের দর বেড়েছে। এতে লেনদেনের পরিমাণও বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইর সূচক ও লেনদেন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা  রেখেছে বীমা খাত।  লেনদেন শেষে তালিকাভুক্ত ৫০টি বীমা  কোম্পানির মধ্যে ৪৩টিই দাম বেড়েছে। দাম কমেছে মাত্র ৪টির। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ১৪৭টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট  বেড়ে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে উঠে এসেছে। মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে। দাম কমেছে ১০৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর