বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

বাঁশখালীতে নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত পাঁচজনের প্রত্যেকের পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুলও জারি করেছে আদালত। রুলে নিহত প্রত্যেক পরিবারকে ৩ কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা দুটি তদন্ত কমিটির রিপোর্ট ৪৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে আদেশে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না।

এর আগে গত ২২ এপ্রিল মানবাধিকার সংগঠন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করে পাঁচটি সংগঠন। নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয় রিটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর