বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা
একনজরে

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতাদের চার দাবি

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে চার দফা দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের সদ্য সাবেক কমিটির মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দাবিগুলোর মধ্যে রয়েছে- গ্রেফতার নেতাদের মুক্তিসহ আগের মামলায় নতুন করে কাউকে গ্রেফতার না করা ইত্যাদি। গত রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের প্রতিনিধি দল এ দাবিগুলো জানান। মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন বলে জানা গেছে। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দেওয়ানার পীর অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা আতাউল্লাহ আশরাফ, মাওলানা ইয়াহিয়া, মুফতি জসিমউদ্দিন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ২০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ধানমন্ডির বাসায় বৈঠক করেন হেফাজতের নেতারা। সেদিন রাত ১০টার দিকে হেফাজতের অন্তত ১০ জন নেতা বৈঠকের জন্য সেখানে যান। এরপরে আরও এক দফা হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর