শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

বরিশালে বাসদের মানবতার বাজার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে মানবতার বাজার। প্রথম দিন ৩০০ দিনমজুর এই মানবতার বাজার থেকে সুবিধাভোগী হয়েছেন। গতকাল সকাল ১০টায় নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল দে মহাবিদ্যালয় মাঠে এই বাজার চালু করা হয়। এ সময় জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমান এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা চলবে এই বাজার। জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, সমাজের নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের জন্য এই বাজারের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই বাজার চলবে। চাল, ডাল, তেল, শাক-সবজি, দুধ, আটা, চিনি ও সেমাইসহ ১০ ধরনের খাদ্যসামগ্রী রয়েছে এই বাজারে। এগুলো বিনা মূল্যে বিতরণ করা হয়।  যারা এই বাজার থেকে পণ্য নিতে চান তাদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর বাসদ নেতৃবৃন্দের কাছে জমা দিতে হবে। পরে বাসদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মোবাইল ফোনে নির্ধারিত দিনে মানবতার বাজারের পণ্য নিতে আহ্বান জানানো হবে। এই প্রক্রিয়ায় আগ্রহীরা মানবতার বাজার থেকে নিত্যপণ্য পাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর