শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

করোনায় চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গৌর গোপাল

নিজস্ব প্রতিবেদক

করোনায় চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গৌর গোপাল

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাসরত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা গৌর গোপাল সাহা আর নেই। গতকাল সকালে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।  গৌর গোপাল সাহা মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগের নেতা ছিলেন। ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ নেন এবং যুদ্ধ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের পর তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল তিনি না ফেরার দেশে চলে গেছেন। গৌর গোপাল সাহা মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের পরম বন্ধু ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঘনিষ্ঠজন ছিলেন।

সর্বশেষ খবর