শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের শাহাদাতবার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার এমপির ১৭তম শাহাদাতবার্ষিকী গতকাল নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। তার বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে হায়দরাবাদে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া করেন। গতকাল বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য ছাড়াও ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা  চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দুই দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর