শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা
একনজরে

রংপুরে নৈশপ্রহরীদের ঈদ নিয়ে দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের জাহাজ কোম্পানি মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় সড়কের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ১৫ নৈশপ্রহরী। গত বছর করোনাকালীন সরকারি কোনো ভাতা পাননি তারা। এবারও ভাগ্যে জোটেনি কোনো সাহায্য বা প্রণোদনা। আর্থিক বা খাবারের সহযোগিতা যে কোনো একটি পেলেই খুশি নৈশপ্রহরীরা। কিন্তু তাও জুটছে না তাদের কপালে। ফলে পরিবারের সদস্যদের ঈদ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। একই অবস্থা রংপুর নগরীর বিভিন্ন মার্কেট, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নৈশপ্রহরীদের। তাদের সহায়তায় এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেননি।  সড়কে দায়িত্বপালনকারী নৈশপ্রহরী মো. ঈশা ও আবদুল মালেক জানান, আমরা নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোড়সহ বিভিন্ন এলাকায় দোকান, মার্কেট ও অলিগলিতে দায়িত্ব পালন করে আসছি। করোনার কারণে সবার আয় কমে যাওয়ায় আমাদের মাসিক খরচ কমে গেছে। অনেক দোকান মাসের অর্ধেক সময় বন্ধ ছিল। করোনায় সরকারের দেওয়া কোনো সাহায্য আমরা পাইনি। রমজান শেষে ঈদের আগে আমাদের আশা ছিল কিছু হয়তো পাব। সেখানেও আমরা ফাঁকা। রংপুরের জেলা প্রশাসন রিকশা চালক, জুতা কারিগর, হিজড়া সম্প্রদায়কে বিভিন্ন সাহায্য দিলেও বিভিন্ন সড়কসহ অলিগলিতে দায়িত্বরত নৈশপ্রহরীদের কেউ খোঁজ নিলেন না। আমাদের এলাকার কাউন্সিলররাও সহযোগিতার হাত বাড়িয়ে দেননি।

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি ম ল বলেন, নৈশপ্রহরীদের গত বছর করোনায় আমি সাহায্য করেছিলাম। এবারও তারা কোনো সাহায্য না পাওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন। তাদের পরিবারে ঈদের আনন্দ বজায় রাখতে বিষয়টি নিয়ে আমি চেষ্টা করছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর