শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

কবরস্থান আধুনিকায়ন প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের সবচেয়ে বড় কবরস্থান হজরত মানিকপীর (রহ.) কবরস্থানের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সংস্কার ও আধুনিকায়নকৃত ‘এ ব্লক’-এর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তিন ব্যক্তির মরদেহ দাফনের মধ্য দিয়ে ওই ব্লকে দাফন কার্যক্রম শুরু হয়। উদ্বোধন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মানিকপীর কবরস্থান আধুনিকায়ন প্রকল্পের আওতায় ‘এ ব্লকে’ সাড়ে ৩ হাজার কবরের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মানিকপীর টিলায় আরও তিনটি ব্লকের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। সিসিক মেয়র বলেন, এ প্রকল্পে সংরক্ষণকে প্রাধান্য দিয়ে নগরের কবরস্থান সংকট নিরসনে উন্নয়ন কাজ করা হচ্ছে। কাজ শেষে পরিকল্পনা অনুযায়ী পুরো টিলায় লাগানো হবে বনজ ও ফলদ গাছ। সবমিলিয়ে বৃক্ষশোভিত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন কবরস্থানে রূপান্তর হতে যাচ্ছে নগরের সর্ববৃহৎ কবরস্থান মানিকপীর টিলা। মানিপীর (রহ.) কবরস্থান আধুনিকায়নে ১০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর