রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা
একনজরে

শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড আইনের সংশোধন দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের শেয়ারবাজার বিকাশে বিদ্যমান মিউচুয়াল ফান্ড আইন ও বিধিমালা সংশোধন করা জরুরি। এ আইনের বিভিন্ন ধারার মধ্যে বেশ অস্পষ্টতা আছে, কোথাও কোথাও রয়েছে স্ববিরোধিতা। সংশোধনের মাধ্যমে এটিকে সময়োপযোগী করা না হলে এ খাতের বিকাশ ব্যাহত হবে। গতকাল শেয়ারবাজার সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট আফিসার রিয়াজ ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাজধানীর বাড্ডায় আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচেম) সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অ্যামচেম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে রিয়াজ ইসলাম বলেন, শেয়াবাজারের বিকাশ ও স্থিতিশীলতায় মিউচুয়াল ফান্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বাস্তবতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের বর্তমান কমিশন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বিকাশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর