সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

পবিত্র শবেকদর পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী ভাইরাস করোনা মহামারী থেকে মানব জাতিকে রক্ষা ও আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফের আকুতি জানিয়ে মোনাজাতের মাধ্যমে গতকাল দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র শবেকদর। হাজার মাসের চেয়ে উত্তম ও পবিত্র কোরআন নাজিলের মহিমান্বিত এই কদরের রাতে আল্লাহতায়ালার বিশেষ অনুগ্রহ ও সওয়াব হাসিলের জন্য মসজিদে তারাবি নামাজে ছিল উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মেনে ও মুখে মাস্ক পরে মুসল্লিদের মসজিদের বাইরে রাস্তায় দাঁড়িয়েও নামাজ পড়তে দেখা গেছে। ২৬ রমজান দিবাগত লাইলাতুল কদর অর্থাৎ ২৭ রমজানের এই পবিত্র রাত মুসলিম উম্মাহের কাছে অত্যন্ত মর্যাদা ও বরকতময় একটি রাত। এই রাতের বরকত হাসিলের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ ছাড়াও ঘরে ঘরে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফের জন্য প্রার্থনা করে নির্ঘুম কাটান। গতকাল পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে তারাবির নামাজে পবিত্র কোরআনের ত্রিশ পারার পাঠ সম্পন্ন করা হয়।

পরে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেদের গুনাহ মাফের পাশাপাশি করোনা মহামারী থেকে মানব জাতিকে রক্ষাসহ মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং দেশবাসীর উন্নতি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়। এ উপলক্ষে আজ সরকারি ছুটি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর