সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

ঈদের আগে ভিড় বেড়েছে ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যাংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। রাজধানীর প্রতিটি শাখায় গ্রাহকদের টাকা তোলার ভিড় বেড়েছে অন্য সময়ের তুলনায় অনেক বেশি। গতকাল সকাল ১০টা থেকেই বিভিন্ন ব্যাংকে প্রবেশের জন্য লাইন ধরে দাঁড়ান গ্রাহকরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘ হয়। এ কারণে স্বাস্থ্যবিধি প্রতিপালন আর ব্যাংকের ভিতরে তাদের সেবা দিতে হিমশিম খেতে হয় কর্মকর্তা-কর্মচারীদের। এদিকে ঈদের ছুটির আগের দিন ১২ মে পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আগামী ১৩, ১৪ ও ১৫ মে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদকেন্দ্রিক গ্রাহকদের উপস্থিতি বেশি। গ্রাহকের বেশির ভাগই নগদ টাকা তোলার জন্য ব্যাংকে এসেছেন। রাজধানীর মতিঝিল ছাড়াও বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। একই অবস্থা তৈরি হয়েছে এটিএম বুথগুলোতেও।ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংক শাখা আজ ১০ মে এবং ঈদের আগের দিন ১৪ মে বা ১৩ মে ব্যাংক শাখা খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর