মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা
রংধনু গ্রুপের উদ্যোগ

রূপগঞ্জে ৩০ হাজার পরিবারকে ঈদে খাদ্য সহায়তা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে ৩০ হাজার পরিবারকে ঈদে খাদ্য সহায়তা

ঈদ উপলক্ষে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে গতকাল ৩০ হাজার মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

রংধনু গ্রুপের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কাঞ্চন ও মুড়াপাড়া বাজার এলাকায় এই সহায়তা প্রদান শুরু করা হয়। উদ্বোধনকালে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেছেন, রংধনু গ্রুপ যতদিন রয়েছে, ততদিন রূপগঞ্জের একটি পরিবারও অনাহারে থাকবে না। মহামারী করোনায় কর্মহীন যে কোনো মানুষ নির্দ্বিধায় আমার কাছে এলে আমি সাধ্যানুযায়ী আপনাদের পাশে থাকব। প্রধানমন্ত্রীর জনবান্ধব কর্মসূচির আওতায় রংধনু পরিবারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবার পেয়েছে রংধনু গ্রুপের জনবান্ধব গাড়ির সেবা। নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাজাহান ভূঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক লায়ন শাহিন মালুম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া সজিব, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, অ্যাডভোকেট আবদুল আউয়াল, উপজেলা যুবলীগ নেতা আবদুল আউয়াল প্রমুখ।

 উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল হক জেমিন, স্বেচ্ছাসেবক নেতা মহিউদ্দিন, মহিলা লীগ নেতা স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর