মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

রাবিতে নিয়োগ বাণিজ্যের ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের শেষ কর্মদিবসে গণনিয়োগের বিতর্ক কাটতে না কাটতে এবার নিয়োগ নিয়ে দরকষাকষির কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলী হায়দার চাকরিপ্রার্থীর সঙ্গে দরকষাকষি করছেন। নিয়োগ নিয়ে চলমান বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই কথোপকথনটি। উপাচার্য পদে অধ্যাপক এম আবদুস সোবহানের প্রথম মেয়াদে শিক্ষক পদে আলী হায়দার নিয়োগ পান। দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর তাকে পরিবহন দফতরের প্রশাসক করেন এম আবদুস সোবহান। একই এলাকায় বাড়ি হওয়ার কারণে দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। সব সময় উপাচার্যের সঙ্গেই থাকতেন তিনি। উপাচার্যের কার্যালয় ও বাসভবনে তার অবাধ যাতায়াত ছিল।

ফাঁস হওয়া দুজনের কথোপকথনটি তুলে ধরা হলো-

আলী হায়দার : এখন ঘটনা হচ্ছে কি শোনো, আমি বলি। আসলে সেখানে লোকজন আছে তো; সিনিয়র লোকজন। ওরা আবার বিভিন্ন ধান্দায় থাকে; বোঝো না?

চাকরিপ্রার্থী : স্যার, যা থাকে আপনি ম্যানেজ করেন। আপনি শুধু ওগুলা আমাকে বলবেন।

আলী হায়দার : ওরা আবার খুব ভয় পায়। বোঝো না?

চাকরিপ্রার্থী : কোনো সমস্যা নেই স্যার। বললাম, শুধু এটা আপনি আর আমার মধ্যে।

আলী হায়দার : তোমার সামর্থ্য কতটুকু?

চাকরিপ্রার্থী : স্যার, এটা আপনি বললে তারপর সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব।

আলী হায়দার : আমি এই কাজ করব না যে, তুমি একটা জিনিস বিক্রি করে এনে দাও। এটা করা যাবে না।

চাকরিপ্রার্থী : এখন আমার বাবা হয়তো বা আমি খোলাখুলি বলি স্যার, তিনি এখন যে অবস্থায় আছেন; ৮-১০ পর্যন্ত উঠতে পারবেন।

আলী হায়দার : ওইটুকুই ওইটুকুই। আমি তোমাকে বলি, আমি বলব না ওইটুকুতেই হবে। তোমার যা আছে তা বিক্রি করার দরকার নেই।

চাকরিপ্রার্থী : বুঝেছি স্যার।

আলী হায়দার : তোমার অ্যাকাউন্ট আছে না?

চাকরিপ্রার্থী : জি স্যার।

আলী হায়দার : তোমার ওই অ্যাকাউন্ট থেকে পার করে দিবা।

চাকরিপ্রার্থী : জি স্যার, আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি। এই বিষয়ে স্যার আপনি নিশ্চিত থাকেন, কেউ জানবে না। আমি তামিমা এবং সুমাইয়া থেকে আপনি এবং আপনার পরিবার সম্পর্কে জেনেছি।

আলী হায়দার : (একজনের নাম অস্পষ্ট) দুই লাখ প্রথমে দিয়েছে তারপর আবার দিয়েছে। তুমি নিশ্চিত থাকো, যাও।

চাকরিপ্রার্থী : ইনশাল্লাহ স্যার।

তবে আলী হায়দারের সঙ্গে কথোপকথনকারীর পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া তাদের আলোচনার মধ্যে থাকা তামিমা ও সুমাইয়ার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর