মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

বসুরহাটে বাস ভাঙচুর ঘটনায় জড়িতদের কঠোর সাজা দাবি

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের জেরে বসুরহাট বাসস্ট্যান্ডে দফায় দফায় হামলা চালিয়ে ড্রিমলাইন সংস্থার বাস ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর সাজা দাবি করা হয়েছে। বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতারা সোমবার সংবাদ সম্মেলনে এই দাবি জানান। তারা বলেন, কয়েক দফায় বসুরহাট-ফেনী-ঢাকা রুটের অন্তত ৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হলেও ক্ষতিগ্রস্তরা কোনো প্রতিকার পাননি। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের শহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৃহত্তর নোয়াখালী বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ড্রিমলাইন পরিবহনের পরিচালক আকরাম উদ্দিন চৌধুরী সবুজ। এ সময় তিনি বাস ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি; মালিক ও শ্রমিকদের নিরাপত্তা; মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাৎ হোসেনের মালিক সমিতিতে অন্যায় হস্তক্ষেপ বন্ধসহ চার দফা দাবি জানান এবং প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বসুরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বসুরহাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

সর্বশেষ খবর