মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

বাপেক্সের কর্মপরিধি বাড়ানো হচ্ছে

---------- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাপেক্সের কাজের পরিধি উত্তরোত্তর বাড়ানো হচ্ছে। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে গ্যাস অনুসন্ধান, উত্তোলন/উৎপাদন কোম্পানিতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত আছে। গতকাল বাপেক্সের শ্রীকাইল ইস্ট#১ অনুসন্ধান কূপ ও ফেঞ্চুগঞ্জ ৪ নম্বর কূপের সফল ওয়ার্কওভারের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নিয়ে মন্তব্যকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাপেক্সের আওতায় উৎপাদন সংক্রান্ত কার্যক্রম, খনন ও ওয়ার্কওভার কার্যক্রম, রিগ শিডিউল, অনুসন্ধান কার্যক্রম, বাপেক্সের সাংগঠনিক কাঠামো আধুনিকায়নকরণ, জনবল নিয়োগ সংক্রান্ত বাপেক্স কর্তৃক ভবিষ্যৎ পরিকল্পনার আওতায়  নেওয়া প্রকল্পসমূহ ইত্যাদি সুনির্দিষ্ট করে পরিকল্পনামাফিক বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি নিয়ে সরকার কাজ করছে। বাপেক্সের শ্রীকাইল ইস্ট#১ অনুসন্ধান কূপ থেকে দৈনিক কম-বেশি ১১ মিলিয়ন ঘনফুট হারে পরীক্ষামূলকভাবে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করা হচ্ছে। ওই কূপে সম্ভাব্য গ্যাস মজুদ আছে ৭১.০০ বিলিয়ন ঘনফুট। গত ৪ মে বাপেক্স ফেঞ্চুগঞ্জ ৪ নম্বর কূপের সফল ওয়ার্কওভার সম্পাদনের পর নতুন এ জোন থেকে দৈনিক কম-বেশি ১১ মিলিয়ন ঘনফুট হারে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করা হচ্ছে। এই জোনের সম্ভাব্য মজুদ ৪৫.০০ বিলিয়ন ঘনফুট।

সর্বশেষ খবর