বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

নেত্রীর কিছু হলে সরকারকে জবাব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

নেত্রীর কিছু হলে সরকারকে জবাব দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। এখন তাঁর উন্নত চিকিৎসা দরকার। কিন্তু তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি সরকার দিচ্ছে না। তার মানে হলো- এই সরকার চায় এমনি করে খালেদা জিয়া তিলে তিলে শেষ হয়ে যাক। তাদের (আওয়ামী লীগ) নেত্রীর বিদেশে চিকিৎসার বাধা না থাকলে যিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাঁর ক্ষেত্রে বাধা কেন। জনগণের নেত্রীর কিছু হলে জনগণের রোষানলে পড়তে হবে। এর জবাব সরকারকে এক দিন না দিন দিতে হবে। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁতী দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে মানুষের কাজকর্ম নেই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। অন্যদিকে সরকারের লোকজন দেশটাকে লুটপাট করে খাচ্ছে, দেশের কোষাগার খালি করে দিচ্ছে। তিনি বলেন, ‘সরকার দুর্নীতির মাধ্যমে পাহাড়সম টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো দেশে আনুন। অসহায়-দুস্থ মানুষ, শ্রমজীবী মানুষকে যতদিন পর্যন্ত করোনাভাইরাস থেকে দেশমুক্ত না হয় ততদিন তাদের মাসোহারা অনুদান দিতে হবে, তাদের বাঁচাতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর