বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

রংপুর ও বগুড়ায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় কর্মহীন অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর জানায়, এরই অংশ হিসেবে গতকাল সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রংপুর সেনানিবাসসংলগ্ন পাশের এলাকা ও কেরানির হাট হাইস্কুল মাঠে ৩০০ কর্মহীন অসহায় এবং দুস্থ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া বগুড়া সেনানিবাসসংলগ্ন বীরগ্রাম এলাকায় ২৫০টি কর্মহীন অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, আলু, পিঁয়াজ, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর