সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

ঈদের দিন প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পবিত্র ঈদুল ফিতরের দিন প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ খুন হয়েছেন। খুন হওয়ার ১৫ দিন আগে কামাল উদ্দিন নামের ওই বৃদ্ধ কারাগার থেকে জামিনে বের হয়েছিলেন। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। নিহত কামাল উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল ফিতরের সন্ধ্যায় গোয়াইনঘাটের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে মস্তফা মিয়া, দুলাল মিয়া, আবুল হাসনাত, হাবিবুল্লাহ মাস্টারের ছেলে কামরান আহমদ, ইমরান আহমদ, ফয়জুল করিমের ছেলে শামীম আহমদ ও সাকেরপেকের খাল গ্রামের সুলেমানসহ ১৫/২০ জন অতর্কিত হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  হত্যাকান্ডের ঘটনায় এজহারনামীয় আসামি কুরিখলা গ্রামের রাজীব আহমদ (২২), আতাউর রহমান (৪৫) ও সইফুল্লাহকে (৪৫) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কুরিখলা গ্রামের মস্তফা মিয়া ও কামাল উদ্দিনের পরিবারের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে মস্তফা মিয়ার পক্ষের দুলাল আহমদ নামের এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় কামাল  উদ্দিন জেলে ছিলেন। ঈদুল ফিতরের ১৫ দিন আগে কামাল উদ্দিন জেল থেকে জামিনে মুক্তি পান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর