সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় গ্রন্থাগারের সামনে থেকে সুজন মিয়া (৫০) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সুজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে?,শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। সুজন মিয়া ভাসানটেক এলাকায় নৈশপ্রহরীর কাজ করার পাশাপাশি দিনে ফুটপাথে চা বিক্রি করতেন। ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, সুজন মিয়াকে ভাসানটেক এলাকা থেকে তুলে নিয়ে হত্যার পর শেরেবাংলা নগর এলাকায় লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল ভাসানটেকের পুরাতন কচুখেত  জেসমিন টাওয়ারে একটি গাড়ির ব্যাটারির দোকানের মালামাল চুরির অভিযোগ এসেছে। ভোরে ওই ব্যাটারির দোকান থেকে ১২টি ব্যাটারি এবং প্রায় ৫৫ হাজার টাকা লুট হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, দোকানের মালামাল নিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা সুজনকে হত্যা করে।

সুজন ওই মার্কেটের নৈশপ্রহরী ছিলেন। ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য সুজনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর