সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশ

মহামারীর মধ্যেও সাম্প্রদায়িক সহিংসতা, হুমকি

প্রতিদিন ডেস্ক

গত বছর কভিড মহামারীর মধ্যেও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা এবং হুমকি দেওয়ার তথ্য তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে। গত বুধবার রাতে প্রকাশিত ২০২০ সালে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষক প্রতিবেদনে বিভিন্ন বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে ওই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, হিন্দু ও ইসলাম ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণকারীদের হয়রানি, শারীরিক সহিংসতা ও সামাজিকভাবে একঘরে করার সাম্প্রদায়িক হুমকি দেওয়ার তথ্য অব্যাহতভাবে জানাচ্ছে ক্রিশ্চিয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট ও অন্য মানবাধিকার এনিজওগুলো। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, বছরজুড়ে এমনকি কডিভ-১৯ মহামারীর মধ্যেও সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা চলেছে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, সংবিধানে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম হলেও ধর্মনিরপেক্ষতা নীতি অনুসরণ করা হয়। সংবিধানে সব ধর্মের লোকদের সমান সুযোগ দেওয়ার পাশাপাশি ধর্মীয় বৈষম্যকে নিরুৎসাহিত করা হয়েছে। ২০১৬ সালে একজন হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে দ্রুত বিচার আদালত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর