শিরোনাম
সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

বিমানের মদিনা-কুয়েত-ব্যাংকক ফ্লাইট বাতিল ৩১ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরব (মদিনা), কুয়েত ও থাইল্যান্ডের (ব্যাংকক) ফ্লাইট ৩১ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া ম্যানচেস্টারের ফ্লাইট ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আগে  থেকেই এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল। এবার মূলত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, ওমানের মাসকট, নেপালের কাঠমান্ডু ও সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট পরিচালনাও বন্ধ রাখবে বিমান। এয়ারলাইনসটির ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন, দোহা, সিঙ্গাপুর, সৌদি আরব এবং কুয়ালালামপুর এই পাঁচ আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। করোনাকালের আগে বিমান বিশ্বের ১৮টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করত। ঢাকা ও চট্টগ্রাম  থেকে ইউএইর দুবাই, আবুধাবি এবং শারজাহ রুটে বিমানের ফ্লাইট চলাচল করত। দেশটির সরকার ১৩  মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় ফ্লাইটগুলো স্থগিত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর