মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবে জড়িত তিন হেফাজত কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে গতকাল সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ। তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারদের নাম-পরিচয় উল্লেখ না করা হলেও তাদের হেফাজত কর্মী ও সমর্থক বলা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৬-এ। আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডব চালানো হয়। তখন পুলিশ জানায়, তান্ডবকারী সবাই হেফাজতের কর্মী-সমর্থক। তিন দিনের ওই তান্ডবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হন। এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই হেফাজতের কর্মী-সমর্থক। সহিংস ঘটনার স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের শনাক্ত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর