মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা
টুকরো খবর

আলোকবর্তিকা হয়ে শেখ হাসিনা দেশে এসেছিলেন

বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে ঐক্য ও আদর্শের আলোকবর্তিকা হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে এসেছিলেন। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশের জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে ভয়াবহ দুর্দশা ছিল। দেশে কোনো গণতন্ত্র ছিল না। জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। তখন ঐক্য ও আদর্শের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুকন্যাকে আওয়ামী লীগের সভাপতি করা হয়। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা দেশে না এলে আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। সেদিন তিনি দেশে আসায় আমরা স্বপ্ন দেখতে পেরেছি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর