শিরোনাম
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা
করোনা ভাইরাস

এক বছরেও হয়নি নমুনা সংগ্রহের বুথ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক বছরেও হয়নি নমুনা সংগ্রহের বুথ

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) এক বছর ধরেই খোলা আকাশের নিচে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখানে নমুনা সংগ্রহের জন্য উইস্ক কেবিন স্থাপন করা হয়নি। তাই রোগীর পাশে দাঁড়িয়েই ল্যাব সহকারীদের নমুনা সংগ্রহ করতে হয়। এতে তারাই ঝুঁকিতে রয়েছেন। শীতকালে ল্যাব সহকারীরা পিপিই পরলেও এখন তীব্র গরমে তা পারছেন না। ফলে পিপিই ছাড়াই এখন তারা নমুনা সংগ্রহ করছেন। ব্যক্তিগত সুরক্ষা বলতে শুধু তাদের একাধিক মাস্ক, হ্যান্ড গ্লাভস আর স্যানিটাইজার। প্রতিদিন তারা এখানে ১০০ থেকে ১৫০টি নমুনা সংগ্রহ করে থাকেন। রামেকে করোনার নমুনা পরীক্ষার জন্য ভাইরোলজি বিভাগে পিসিআর ল্যাব স্থাপন করা হয় গত বছরের মার্চে। এরপর ১ এপ্রিল নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথমদিকে এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা হতো। এরপর দুই শিফট চলত। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন চার শিফট নমুনা পরীক্ষা করা হয়। প্রথম থেকেই রামেকের চারু মামার ক্যান্টিনের সামনে করোনার নমুনা সংগ্রহ করা হয়। গত সোমবার ও বুধবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, নমুনা সংগ্রহের জন্য কোনো উইস্ক কেবিন নেই। যারা নমুনা দিতে এসেছেন, তারা ক্যান্টিনের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। ক্যান্টিনের সীমানাপ্রাচীরের পাশে দুটি চেয়ার-টেবিল পেতে বসেছেন দুজন ল্যাব সহকারী। তাদের পাশেই দুটি চেয়ারে রোগীকে বসিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। বুধবার নমুনা দিতে এসেছিলেন একদল পুলিশ সদস্য। একজন বললেন, ‘নমুনা নিতে গিয়ে এখানকার কর্মীরাই যেন আক্রান্ত না হয়ে পড়েন। তারাই তো ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ করছেন।’ নমুনা দিতে গিয়ে আরেক ব্যক্তি নিজের নাম না জানিয়ে বলেন, ‘লাইনে দূরত্ব বজায় রেখেই দাঁড়ানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর