বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে গণপরিবহনের পোয়াবারো

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে গণপরিবহনের  পোয়াবারো

সীমিত আকারে যানবাহন চলাচলে পোয়াবারো হয়েছে চট্টগ্রামের গণপরিবহনগুলোর জন্য। সরকারি নির্দেশনা মতে, ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় অর্ধেক যাত্রী পরিবহনের কথা। কিন্তু গণপরিবহনগুলো মানছেই না এ নির্দেশনা। তারা যাত্রী তুলছে স্বাভাবিক সময়ের মতো, আর ভাড়া আদায় করছে দ্বিগুণ। তাই বর্তমান গণপরিবহন চলাচলের নিয়মটি তাদের জন্য পোয়াবারো হয়েছে। এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে প্রতিনিয়তই বাকবিতণ্ডা হচ্ছে। কিন্তু কোনো প্রতিকার মিলছে না। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম নগরের ৩নং রোডের (নিউ মার্কেট থেকে মুরাদপুর হয়ে ফতেয়াবাদ) ২০ সিটের একটি বাসে বর্তমান পরিবর্তিত নিয়ম মতে ১০ জন যাত্রী তোলার কথা। কিন্তু এখন তোলা হচ্ছে ১৫ থেকে ১৬ জন। কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ। একইভাবে নগরের অপরাপর সড়কেও স্বাভাবিক সময়ের মতো যাত্রী পরিবহন করে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম নগরে ১৭টি রোডে যানবাহন চলাচল করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর