শিরোনাম
শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে গতকাল দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬০ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। চলতি সপ্তাহে শেয়ারবাজারে এটি দ্বিতীয় দরপতনের ঘটনা। বাজার পর্যালোচনায় দেখা গেছে গতকাল যথাসময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে  এতে মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। তবে কিছু সময় পরেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে ঋণাত্মক হয়ে পড়ে সূচক। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৩ পয়েন্টে নেমে গেছে। চলতি সপ্তাহে দরপতনের দুইদিনে সূচক কমে ৭১ পয়েন্ট। তিন দিনে বেড়েছে ১৩৫ পয়েন্ট। দিনভর লেনদেনে অংশ নেওয়া ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম  বেড়েছে। দাম কমেছে ২৩৪টির এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর