শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা
বিশ্ব মেডিটেশন দিবস আজ

একসঙ্গে ধ্যানমগ্ন হবেন লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মেডিটেশন দিবস আজ। মেডিটেশনের মাধ্যমে সাফল্য, সুস্বাস্থ্য ও প্রশান্তির অন্বেষায় আজ সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের লাখো মানুষ পৃথক ভেন্যুতে একসঙ্গে ধ্যানমগ্ন হবেন। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন। সারা দেশে তাদের দুই শতাধিক ইউনিটের মাধ্যমে লাখ লাখ মানুষ সম্মিলিতভাবে মেডিটেশন করবেন। এবারের মেডিটেশন দিবসের প্রতিপাদ্য, ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’। কোয়ান্টাম ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে তারা। এ লক্ষ্যে একটি সচেতনতামূলক ডকুমেন্টারি ও বিশেষ মেডিটেশন কোয়ান্টাম ওয়েবসাইট ও ইউটিউবে সকাল সাড়ে ৯টায় প্রচারিত হবে। দিনটি উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, আলোকচিত্র ও ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে সংগঠনটি। প্রতি ক্যাটাগরিতে তিনজন করে মোট ৫৮ জন বিজয়ী প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকার বই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর