শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা
একনজরে

নারায়ণগঞ্জে ১৪ বছর পর ফিরলেন গুম হওয়া যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে কথিত গুমের ১৪ বছর পর ফিরে এসেছেন আল আমিন রুবেল নামে এক যুবক। ২০০৭ সালে যখন গুমের অভিযোগ করা হয় তখন তার বয়স ছিল মাত্র সাত বছর। ১৪ বছর তিনি দেশের বিভিন্ন এলাকায় বসবাস ও আত্মগোপন করে ছিলেন। বিয়েও করেছেন। গতকাল দুপুরে রুবেল স্ত্রীসহ ফিরে এলে এলাকাবাসীর নজরে আসেন। রাতে তাদের নারায়ণগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়। ওই কথিত গুমের মামলায় ১৯ জনকে বিবাদী করা হয় যার মধ্যে দুজন মুক্তিযোদ্ধা। তারা বিভিন্ন মেয়াদে কারাভোগও করেন।

জানা গেছে, ২০০৭ সালে আলীরটেকের কুড়েরপাড় এলাকার রাহিমা অভিযোগ করেছিলেন তাদের জমি দখলে বাধা দিলে রুবেলকে গুম করা হয়। ওই ঘটনায় রাহিমা বাদী হয়ে একটি মামলা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, গুমের শিকার যুবক রুবেল ফিরে এসেছেন। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে আছেন।

প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন কি না জানতে চাইলে ওসি জানান, ‘আমরা তার কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু রুবেল এ বিষয়ে এখনো কিছু বলেননি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর