শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

এবারও সংক্ষিপ্ত হবে সংসদের বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

এবারও সংক্ষিপ্ত হবে সংসদের বাজেট অধিবেশন

করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এবারও বাজেট জাতীয় সংসদের অধিবেশন সংক্ষিপ্ত হচ্ছে। আগামী ২ জুন বিকাল ৫টায় শুরু হতে যাওয়া এ অধিবেশন ১০/১২ দিন চলতে পারে। সংসদ অধিবেশন সুচারুভাবে পরিচালনার জন্য সংসদ সচিবালয় ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। গতকাল সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ১১ মে বাজেট অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা গেছে, ২ জুনের বৈঠকটি অল্প সময়ের জন্য হবে। ওই দিন শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে বৈঠক শেষ হবে। এরপর ৩ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বাজেটের ওপর আলোচনা হবে। স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালাতে এবারও সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষিপ্ত হতে পারে। প্রথম দিন অধিবেশন শুরুর পর প্রয়াত সংসদ সদস্য আবদুল মতিন খসরু এবং আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। পরে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে। পরদিন বিকাল ৩টায় সংসদের বৈঠক বসবে। সেদিনই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরপর দুই দিন বিরতির পর অধিবেশন আবারও বসতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর