শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

কুমার নদে বাঁধ দিয়ে মাছ শিকার

ফরিদপুর প্রতিনিধি

কুমার নদে বাঁধ দিয়ে মাছ শিকার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মজুরদিয়া ঘাট এলাকায় কুমার নদে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। উন্মুক্ত নদে বাঁধ দিয়ে মাছ শিকার নিষিদ্ধ হলেও অবলীলায় তা করে যাচ্ছেন তারা। স্থানীয়রা জানান, বছরজুড়ে কুমার নদে জাল দিয়ে মাছ শিকার করে তা বিক্রি করে জীবিকানির্বাহ করতেন এ অঞ্চলের কয়েক শ মৎস্যজীবী। কুমার নদের মজুরদিয়া ঘাট এলাকায় এপার থেকে ওপার পর্যন্ত বানা ও বাঁশের বেড়া দিয়ে বাঁধ তৈরি করে দীর্ঘদিন ধরে মাছ শিকার করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় মৎস্যজীবীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও কেউই কথা বলার সাহস পাচ্ছেন না। স্থানীয় কয়েক মৎস্যজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, নদ-নদীতে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করা দন্ডনীয় অপরাধ হলেও প্রভাবশালী মহলটি তা করে যাচ্ছে অবলীলায়। বাঁধ দেওয়ার কারণে তারা মাছ শিকার করতে পারছেন না বলে জানান। এলাকাবাসী জুয়েল মোল্যা ও এনামুল হক জানান, নদের মাঝে বাঁধ দেওয়ার কারণে মাছের অবাধ চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ নিধন করায় মাছের সংকট তৈরি হচ্ছে। বাঁধ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মৎস্যজীবী ও স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর