শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

খুলনা বিদ্যুৎ কেন্দ্রে ৮৫ চীনা নাগরিক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খালিশপুরের গোয়ালখালিতে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৮৫ জন চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজনকে শ্বাসকষ্টের কারণে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ১৯ জন দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হলেও ৬৬ জন আবারও করোনা শনাক্ত হয়েছেন। তাদের বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে আবাসিক ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক প্রকৌশলী মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, করোনা আক্রান্ত চীনা নাগরিকদের অধিকাংশের শরীরে জ্বর, কাশি এ ধরনের উপসর্গ নেই। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানের ১৮৫ জন চীনা নাগরিক এখানে কাজ করেন। গত ১৬ মে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৯৭ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪২ জন করোনা শনাক্ত হয়। এ ছাড়া ১৮ ও ১৯ মে নমুনা পরীক্ষায় ৩৫ জন এবং ২২ এপ্রিল আটজন করোনা শনাক্ত হয়। আক্রান্তরা প্রকল্পে ইঞ্জিনিয়ার ও ওয়ার্কার পদে কাজ করছিলেন। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, বিদ্যুৎ প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা এত বেশি কেন করোনা আক্রান্ত হলো- বিষয়টি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চীনা নাগরিকদের করোনা আক্রান্তের কারণে সীমিত পরিসরে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চালানো হচ্ছে। যেখানে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ লোক কাজ করে। এখন সেখানে প্রতিদিন আটজন চীনা ও ৫০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।

২০১৮ সালে খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। এ প্লান্ট স্থাপনের কাজ করছে চীনের ‘কনসোর্টিয়াম অব হারবিনং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং জিয়ানশু ইটার্ন কোম্পানি লিমিটেড’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর