শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

জাতিসংঘ সদর দফতরে নিযুক্তি পেলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সদর দফতরে অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অব পিস অপারেশন (ডিপিও), নিউইয়র্কে চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল প্রথম বাংলাদেশি সামরিক কর্মকর্তা হিসেবে জাতিসংঘ সদর দফতরে এমন উচ্চতর এবং গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ পাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের যুক্তরাষ্ট্র সফর এবং তৎপরতার পরপরই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে (মিনুসমা) সেক্টর কমান্ডার পদে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর নিয়োগ পান। এ ছাড়া জাতিসংঘ সদর দফতরে মিলিটারি অ্যাডভাইজার এবং চিফ অব স্টাফ পদে নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি জাতিসংঘে মিলিটারি অবজারভার এবং স্টাফ অফিসার হিসেবে ২০টি অতিরিক্ত নিয়োগ বরাদ্দ পাওয়া গেছে।

সর্বশেষ খবর