শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

বকেয়া পরিশোধ করে চালু এসএ টিভি, বন্ধ চ্যানেল নাইন

নিজস্ব প্রতিবেদক

স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর বেসরকারি টেলিভিশন এসএ টিভি চালু হলেও বন্ধ আছে চ্যানেল নাইনের সম্প্রচার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বিএসসিএল বৃহস্পতিবার মধ্য রাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করে দুই টেলিভিশন। গতকাল বেলা পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়। স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘চ্যানেল দুটির সামান্য কিছু টাকা বাকি পড়েছিল, এ জন্য সম্প্রচার বন্ধ করেছিলাম।’ এসএ টিভি উঠে গেছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি, চ্যানেল নাইন রবিবার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে।’ চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের একজন প্রযোজক জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বেসরকারি টেলিভিশনের কাছ থেকে ভাড়া অগ্রিম নেয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অগ্রিম ভাড়া ১ কোটি টাকার মতো পরিশোধ করতে বৃহস্পতিবার চিঠি আসে। এরপর ৪০ লাখ টাকা জমা দেওয়া হয়। বাকি টাকা যত দ্রুত সম্ভব পরিশোধ করে টেলিভিশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর