সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

কেমন বাজেট চাই গাজীপুরে

অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা। ঢাকার নিকটবর্তী গাজীপুর শিল্প-অধ্যুষিত জেলা। এখানে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দফতরসহ ১৯টি কেপিআই, পাঁচটি বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহুসংখ্যক সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র-মাঝারি ও ভারী শিল্প-কারখানাসহ দেশের তৈরি পোশাকশিল্পের বিরাট অংশ। এ জেলায় প্রতিষ্ঠিত বিপুলসংখ্যক শিল্প-কারখানার মধ্যে গার্মেন্ট, টেক্সটাইল, সিরামিক, কাচ ও কেমিক্যাল শিল্প উল্লেখযোগ্য। ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে গাজীপুর গেটওয়ে হিসেবে বিবেচিত। গাজীপুরের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে বিশেষ বরাদ্দের দাবি তুলেছেন এখানকার ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রতিবেদন তৈরি করেছেন গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলাম

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর