সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

জনকল্যাণমুখী দুর্নীতিমুক্ত বাজেট চাই

-প্রফেসর এম এ বারী

জনকল্যাণমুখী দুর্নীতিমুক্ত বাজেট চাই

বাজেট হতে হবে জনকল্যাণে জনগণের ইচ্ছার প্রতিফলন। সংবিধান অনুসারে জনগণের মৌলিক চাহিদা যথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিতকরণে বাজেট হবে সুদূরপ্রসারী সুরক্ষার পরিকল্পনা। বার্ষিক উন্নয়ন পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে ভৌত অবকাঠামো, কৃষি, শিক্ষা ও চিকিৎসা সহায়ক বাজেট সবার কাম্য। বিশেষত কভিড-১৯ মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। এমনটি বলেছেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী। বাজেট বাস্তবায়নে দুর্নীতি প্রশমন করে দেশের প্রবৃদ্ধি অর্জনে এটি কতটুকু সহায়ক অবদান রাখতে পারে এর ওপর সফলতা নির্ভর করে।

 বাজেটে জনগণ কতটুকু সুফল পেল, অর্থনৈতিক অগ্রগতি কী পরিমাণ অর্জিত হলো তার ওপর জনগণ ও দেশের উন্নয়ন নির্ভরশীল। বাজেট বাস্তবায়নে দুর্নীতির নানা অপকৌশলের মাধ্যমে যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে তীক্ষè নজর রাখা প্রয়োজন। বাজেট বাস্তবায়নে প্রধান কৌশল হবে দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা। কভিডের কারণে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূরীভূত করে এ খাতকে ঢেলে সাজাতে হবে। চলমান মুজিববর্ষের বাজেট হবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি প্রশমন করে সোনার বাংলা বিনির্মাণ, যার মাধ্যমে সোনার বাংলা গড়ে উঠবে। বাংলাদেশ এখন নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ তথা উন্নয়নগামী দেশে উপনীত হয়েছে। সমাজের খেটে খাওয়া কৃষক-শ্রমিক ও নিম্নবিত্ত মানুষের জীবন-জীবিকা ও জীবনমান উন্নয়নের বিষয়টি অবশ্যই বাজেটে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। দেশের কৃষি উন্নয়ন আধুনিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও প্রযুক্তি বিকাশে বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করা সময়ের দাবি। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থানের বিষয়টি বাজেট প্রণেতাদের ভাবতে হবে। চতুর্থ শিল্পবিপ্লব মাথায় রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে অগ্রাধিকার দিতে হবে। বাজেটে গতানুগতিকতার পরিবর্তে বর্তমান পরিস্থিতির আলোকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই বাজেট জীবন-জীবিকা অর্জনে জনকল্যাণমুখী বাজেটে পরিণত হবে। বাজেটে সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ হোক, দেশের সার্বিক অগ্রগতি সাধিত হোক এ ধরনের সুষম বাজেট সবার কাম্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর