সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

গরমে হিট স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

হাসপাতালে রোগীর ভিড় খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অতিরিক্ত গরমে হিট স্ট্রোকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত দুই দিনে খুলনা শিশু হাসপাতালে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, কাশি-সর্দিতে আক্রান্ত ২৩৬টি শিশুকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি করতে হয়েছে আরও ৮৫ জন শিশুকে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালেও গরমে অসুস্থ রোগীর চাপ বাড়ছে। এতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জানা যায়, খুলনায় গত কয়েক দিনের প্রচন্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কোথাও স্বস্তি নেই। শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হচ্ছে। ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। গরমে ডায়রিয়ার পাশাপাশি জ্বর সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।

খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. কামরুজ্জামান বলেন, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে ২০০ থেকে ২৫০ রোগী চিকিৎসা নেয়। তার মধ্যে গুরুতর থাকায় প্রতিদিন গড়ে ৪০-৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়। খুলনার বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শিশুরা হিট স্ট্রোকজনিত রোগে অসুস্থ হচ্ছে বেশি। তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এখনো ১৬০টি শিশু ভর্তি আছে। তাদের মধ্যে ডায়রিয়া, শ্বাসকষ্ট কাশি সর্দিতে আক্রান্ত রোগী বেশি।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরমে শরীরে ঘাম থেকে পানিশূন্যতা তৈরি হয়। এ কারণে শিশুদের তরলজাতীয় খাবার, সুপেয় পানি, ডাবের পানি ও ফলের রস বেশি খাওয়াতে হবে। এ ছাড়া পাতলা পায়খানা ও বমি হলে স্যালাইন খাওয়াতে হবে।

জানা যায়, গত কয়েক দিন ধরে খুলনায় মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে। এর মধ্যে গত ২১ মে খুলনায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি। যা গত সাত বছরের মধ্যে রেকর্ড।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা অমরেশ চন্দ্র ঢালি জানান, আরও দুই তিন দিন গরমের তীব্রতা থাকবে। এরপর ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে। 

সর্বশেষ খবর