সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

দরপতন দিয়ে শুরু হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। তবে কিছুক্ষণের মধ্যে নিম্নমুখী হয়ে পড়ে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৭ পয়েন্টে নেমে গেছে। বাজারটিতে দিনভর লেনদেনে অংশ নেওয়া ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৮৮টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৬৬ কোটি ৭৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ৪৮ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ার।

 অন্যদিকে স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দাম বেড়েছে। দাম কমেছে ১৪৭টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর