সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় লাইসেন্স শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, স্বাস্থ্যবিধি না মানা এবং এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল মোট ১৫টি মামলায় ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পরায় দুটি মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়েছে। ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৪টি মামলায় ১১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন। ৪ নম্বর  অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ এডিসের লার্ভা পাওয়ায় চারটি মামলায় ১০ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৩টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ৫ নম্বর  অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এডিসের লার্ভা পাওয়ায় ১টি মামলায় ৫০ হাজার টাকা এবং একটি কনফেকশনারির ভিতরে বসিয়ে খাওয়ানোর জন্য ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এভাবে মোট ১৫টি মামলায় ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সর্বশেষ খবর