সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

অবৈধ গ্যাস সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অবৈধ গ্যাস সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করতে হবে। প্রায়ই দেখা যায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিতরণ গ্যাস লাইন থেকে অবৈধভাবে আবাসিকে সংযোগ নেওয়া হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। প্রতিমন্ত্রী গতকাল সচিবালয়ে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া আদায় নিয়ে মন্তব্যকালে এসব কথা বলেন। এ সময় তিনি বকেয়া আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। এর আগে তিতাস কর্তৃপক্ষ গত ১৫ মে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ১০ কি.মি. এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপুর ইউনিয়নে ৮ কি.মি., রূপগঞ্জের কাঞ্চন ডিআরএস থেকে প্রায় ৫০ কি.মি. এবং ২২ মে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়ার টিবিএস থেকে প্রায় ২৫ কি.মি. অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ করেন।

এতে ৬১ হাজার আবাসিক সংযোগ ও শতাধিক বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ খবর